-->

ভর্তির জন্য প্রয়োজনীয় তথ্যাদি



২০২১-২২ সেশনে নার্সিং এ চান্স প্রাপ্ত সকলকে আবারও "#মিটফোর্ডিয়ান" পরিবারের পক্ষ থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।

২০২০-২০২১ শিক্ষাবর্ষের আলোকে ভর্তির জন্য যাবতীয় তথ্যাদি সম্পর্কে আংশিক ধারণা দেয়া হলো।।


⏺️‌ অনলাইনে শিক্ষার্থীকে রেজিষ্ট্রেশন করতে হয়।
(এই বিষয়টি নোটিশ আসার পরেই আপনাদের বুঝিয়ে বলা হবে)

⏺️ ভর্তির জন্য প্রয়োজনীয় কাজপত্রঃ

➡️ নার্সিং এ ভর্তি পরিক্ষার এডমিন কার্ড।
➡️ ফলাফলের এসএমএস/অনলাইন কপি।
[ ফলাফলের এসএমএস ব্যতীত কর্তৃপক্ষ ভর্তি বাতিলের অধিকার সংরক্ষন করে]
➡️ SSC এর মূল সনদপত্র (সার্টিফিকেট) ও মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট (মার্কশিট) এবং HSC এর মূল সনদপত্র (সার্টিফিকেট) ও মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট (মার্কশিট)
[যারা এখনো এইচএসসির মূল সনদপত্র হাতে পাননি - তারা এটি পরে জমা দিতে পারবেন]
➡️ প্রার্থির পাসপোর্ট সাইজের ৪ কপি রঙ্গিন ছবি।
➡️ প্রার্থির Legal Guardian এবং Local Guardian এর ২ কপি রঙ্গিন ছবি।
➡️ নাগরিক সনদপত্র/জন্ম সনদপত্রের ফটোকপি।

➤ বিদ্রঃ প্রত্যকটি কাগজের ১৫/২০ পিস ফটোকপি নিজের কাছে রাখতে বলা হলো, কারণ এই ৩বছরে আপনার এই কাগজপত্র অত্র প্রতিষ্ঠানের কাছে সংরক্ষিত থাকবে। আপনি যেন এই সময়ে নিজের প্রয়োজনে এগুলো ব্যাবহার করতে পারেন এইজন্য এটি বলা হলো।।

* মেয়েদের হোস্টেলে থাকা-খাওয়ার ব্যাবস্থা আছে।
* ছেলেদের নিজ দায়িত্বে থাকা-খাওয়ার ব্যাবস্থা করতে হবে।