নার্সিং পোস্ট বেসিক ভর্তির আসন বিন্যাস প্রকাশিত
আগামী ১৫ই এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএসসি নার্সিং পোস্ট বেসিক পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
পোস্ট বেসিক বিএসসি ইন নার্সিং কোর্সে সরকারি প্রতিষ্ঠানের সংখ্যা ১০টি।
~সরকারিতে মোট আসন সংখ্যা ৭২৫টি।
ভর্তি পরীক্ষার মাধ্যমে সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কর্মরত আবেদনকারীদের মধ্যে ৯৫% প্রার্থী নেয়া হবে। বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আবেদনকারীদের মধ্যে ৫% প্রার্থী নেয়া হবে।
সরকারি ৯৫% প্রার্থীদের মধ্যে ১০% পুরুষ প্রার্থী নেয়া হবে।
মানে, ১০০জন প্রার্থীর মধ্যে ৯৫ জন সরকারি স্বাস্থ্যসেবার আওতাধীন চাকুরিজীবী প্রার্থী নেয়া হবে। তার মধ্যে ১০% পুরুষ থাকবে। (শুধুমাত্র সরকারি স্বাস্থ্যসেবার আওতায় থাকা প্রার্থীদের জন্য প্রযোজ্য)
বাকি ৫% মানে ১০০জনের মধ্যে পুরুষ এবং মহিলা মিলিয়ে ৫জন বেসরকারি চাকুরিরত প্রার্থী নেয়া হবে। তারমধ্যে ৪জন মহিলা এবং ১জন পুরুষ প্রার্থী গ্রহণযোগ্যতা পাবে।
কলেজ অব নার্সিং, মহাখালী, ঢাকা।
বিএসসি পোস্ট বেসিক, মোট আসন সংখ্যাঃ ১২৫টি
সরকারি স্বাস্থ্যসেবার আওতাধীন,
মহিলা আসনঃ ১০৩ টি
পুরুষ আসনঃ ১২টি
সংরক্ষিত আসন (বিদেশিদের জন্য) ৫টি
বেসরকারি স্বাস্থ্যসেবার আওতাধীন,
মহিলা আসনঃ ৪টি
পুরুষ আসনঃ ১টি





Post a Comment