-->

আবেদনের ন্যূনতম যোগ্যতা



নার্সিং ভর্তি পরীক্ষা-২০২২

আবেদনের ন্যূনতম যোগ্যতাঃ

➤ আবেদনকারীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং বয়স অনূর্ধ্ব ২২ বছর।

➤ এইচএসসি বা সমমানের পরীক্ষায় ২০২০ অথবা ২০২১ ইংরেজি সালে উত্তীর্ণ হতে হবে। 

➤ এসএসসি বা সমমানের পরীক্ষায় ২০১৮ অথবা ২০১৯ ইংরেজি সালে উত্তীর্ণ হতে হবে।

➤ ব্যাচেলর অব সায়েন্স ইন নার্সিং (বিএসসি ইন নার্সিং)–

বিজ্ঞান বিভাগে এসএসসি ও এইচএসসি বা সমমানের

পরীক্ষায় সর্বমােট নূন্যতম জিপিএ ৭.০০ থাকতে হবে। তবে কোন পরীক্ষায় জিপিএ (GPA) ৩.০০ এর কম গ্রহণযােগ্য হবে না। এবং উভয় পরীক্ষায় জীববিজ্ঞানে নূন্যতম জিপিএ ৩.০০ থাকতে হবে।

➤ ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি–

যে কোন বিভাগ (বিজ্ঞান, ব্যাবসা ও মানবিক বিভাগ) হতে এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় সর্বমােট নূন্যতম জিপিএ (GPA) ৬.০০ থাকতে হবে। তবে কোন একটি পরীক্ষায় নূন্যতম জিপিএ ২.৫০ এর কম গ্রহণযােগ্য হবে না।

➤ ডিপ্লোমা ইন মিডওয়াইফারি –

যে কোন বিভাগ (বিজ্ঞান, ব্যাবসা ও মানবিক বিভাগ) হতে এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় সর্বমােট নূন্যতম জিপিএ (GPA) ৬.০০ থাকতে হবে। তবে কোন একটি পরীক্ষায় নূন্যতম জিপিএ ২.৫০ এর কম গ্রহণযােগ্য হবে না।

বি.দ্রঃ ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে শুধু নারী প্রার্থী আবেদন করতে পারবে।।

ভর্তি পরীক্ষার মানবন্টনঃ

✪ মোট মার্কঃ ১৫০

✔ লিখিত পরীক্ষাঃ ১০০ (MCQ) [MCQ'এর জন্য সময় থাকবে ১ ঘন্টা]

✔ রেজাল্ট এর ভিত্তিতেঃ ৫০

✔ এসএসসি/ সমমানের জিপিএ -এর ৪ গুন = ২০ (সর্বোচ্চ)

✔ এইচএসসি/ সমমানের জিপিএ -এর ৬ গুন = ৩০ (সর্বোচ্চ)

✔ পাস মার্কঃ ৪০

➤ বিএসসি ইন নার্সিংঃ

> বাংলা- ২০

> ইংরেজী – ২০

> গনিত – ১০

> বিজ্ঞান (রসায়ন, জীব বিজ্ঞান,রসায়ন)- ৩০

> সাধারন জ্ঞান – ২০

➤ ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি / ডিপ্লোমা ইন মিডওয়াইফারিঃ

> বাংলা – ২০

> ইংরেজী – ২০

> গণিত – ১০

> সাধারন বিজ্ঞান – ২৫

> সাধারন জ্ঞান – ২৫

[সরকারী নার্সিং ভর্তি সার্কুলার ২০২১ এর আলোকে আপনাদের একটা ধারণা দেয়া হলো মাত্র]